Skip to main content

Posts

Showing posts from April, 2017

CRI Bangla QUIZ- ‘এক অঞ্চল, এক পথ’

এক অঞ্চল, এক পথ – রেশমপথ সম্পর্কে জানেন কি?’ এক অঞ্চল, এক পথ   আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম চলতি বছরের ১৪ ও ১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধুদের এক অঞ্চল, এক পথ – উদ্যোগের প্রেক্ষাপট, সাম্প্রতিক বছরগুলোতে এক অঞ্চল, এক পথ কর্মসূচীর সফলতা, সহযোগিতার কেন্দ্র এবং আন্তর্জাতিক প্রভাব ভালোভাবে জানাতে চীন আন্তর্জাতিক বেতার এ বছরের ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ‘ রেশমপথ সম্পর্কে জানেন কি? ’ শীর্ষক জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করেছে। সিআরআই অনলাইন, China.com ও সিআরআই বাংলা’র ফেসবুকে এ প্রতিযোগিতার প্রশ্নমালা দেওয়া হয়েছে। প্রশ্নমালা: ১। ‘এক অঞ্চল, এক পথ’ নিচের কোন দু’টি বিষয়ের সংক্ষিপ্ত নাম? ক. রেশমপথ অর্থনৈতিক অঞ্চল খ. একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ গ. নতুন রেশমপথ ২। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ কীভাবে উত্থাপিত হয়েছে? ক. ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তানের নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রথম ‘রেশমপথ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন। খ. ২০১৩ সালের ৩ অক্টোবর প্রেসিডেন্ট সি চিন পিং ইন্দোনেশিয়ার পার্লামেন্টে এক গুরুত্বপূর্