১৮ই ফেব্রুয়ারী dw web site এ পড়লাম ........... ডয়চে ভেলে বাংলা আগামী ১৬ই এপ্রিল থেকে শুরু করবে সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘ অন্বেষণ ' ৷ সহযোগী বাংলাদেশের একুশে টেলিভিশন৷ কিন্তু এর আগেই ১০ই মার্চ থেকে শেষ হয়ে যাবে ডিডাব্লিউ-র এফএম সম্প্রচার৷ বন্ধ এফএম ডয়চে ভেলের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাসের কথায় ,‘‘ দীর্ঘ আলাপ-আলোচনা এবং চিন্তা-ভাবনার পর ডয়চে ভেলের কর্তাব্যক্তিরা বাংলাদেশে এফএম সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ গত প্রায় তিন বছর যাবৎ বাংলাদেশ বেতারের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে আমরা দিনে দু ' বার দুটি আধ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করতাম ঢাকাসহ বাংলাদেশের ছটি শহরে৷ আগামী ৯ই মার্চ এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে৷ এবং তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে ডয়চে ভেলে বাংলার রেডিও সম্প্রচার৷ '' কিন্তু কেন ? ডিডাব্লিউ বাংলার এফএম অনুষ্ঠান দুটি তো ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিল , তাই নয় কি ? উত্তরে গ্রেহেম জানান , ‘‘ বাংলাদেশে এফএম অনুষ্ঠান সম্প্রচার করা আমাদের জন্য সত্যই গর্বের বিষয় ছিল৷ এফএম-এর দুটি অনুষ্ঠানই বাংলাদেশে বে...