২৬ মে ২০১৫ , সান্ধ্য অধিবেশনে খবরটা শুনে , হতবিহল হয়ে পড়লাম । স্মৃতির পাতায় খুঁজে পেলাম কত শত স্মরণীয় মূহুর্ত । আরভিএর সাথে আমার গাঁটছাড়া সেই ১৯৮৩ তে । এই ছোট্ট সময়ে ২৩ টা বছরের স্মৃতি , সামান্য হলেও তার পরিমান নেহাত কমনয় । ভরাট কন্ঠ , স্নেহমাখা সম্মোধন সব মিলিয়ে স্যালুলয়েড ফ্রেমে বাধানো চমৎকার এক ছবি । কিন্ত রজত জয়ন্তী উদযাপনের আগেই যতি টানতে হলো । সেই দিনের যাত্রাপথ ১৯৯৪ এর বর্ষা ভরা এক সন্ধায় , রাজশাহী কারিতাশ ভবনে সাক্ষাত। বাংলাদেশ থেকে বানীবদ্ধ করা হবে চেতনার জন্য ইতিহাসের প্রথম নাটক। কারিতাশ ভবনে বিদ্যুৎবিহীন , বর্ষায় ধুয়ে যাওয়া সেই সন্ধ্যায় স্ক্রিপ্ট লিখলেন সবুজ ভাই। একটা ক্যাসেট রেকর্ডার , একটা মাইক্রোফোন আর আমরা ৪ জন অভিনেতা ( সুনাম , সেন্টু , জাকিরভাই ও আমি। মাকসুদা আগেই চলে গেছে ) । রেকর্ডিং বন্ধ করতে হয়েছে। বৃষ্টি থামে না। রাত ৮ টা প্রায়। ফিরতে হবে বিশপস্ হাউস। তিন সাইকেলে আমরা ৬জন রওনা হলা্ম , গন্তব্য ৯ কিমি মাত্র। স্মৃতি চা...
from ever green Bangladesh