ঈদের ছুটিতে হঠাৎ করে মনে হলো আমার ছবির এ্যলবামটা খুঁজে বের করি। যেমন ভাবা তেমন কাজ। ঘন্টা খানেক খোঁজাখুজির পর মেজাজটা যখন খারাপ হওয়ার দশা ঠিক তখনি পেলাম এ্যলবামগুলো। পেয়েতো মাথায় হাত। ছবি গুলো সব নষ্ট হতে বসেছে। আটটা এ্যলবামের প্রায় সবগুলো ছবির এক ই অবস্থা। ছবি গুলোর একটা গতি করার দরকার। স্ক্যানারটা খুঁজে বের করে ঘন্টা চারেক সময় গেল ডিজিটাল করার পেছনে। RVA MEET Dianjpur 2003 ঠিক এমন সময় চোখে পড়ল ২০০৩ সালের ৪/ ৫ টা ছবির উপর। স্মৃতিচারী মন আটকে রাখে সাধ্যকার! মূহুর্তেই হারিয়ে গেলাম দিনাজপুরে। দিনাজপুরে আমার যাতায়াত সেই ১৯৮২ থেকে। এর আগেও খুব সম্বভ একটা কি দুটো শ্রোতা সম্মেলনে এই কারিতাশ কমপ্লেক্স এ এসেছি। তবে এবারেরটা একটু অন্য রকম। এবার আমার সাথে দ্বিতীয় বারের মত দিনাজপুর এসেছেন আমাদের এসএমজে হাবীব ভাই। এর মাত্র ককে দিন আগে জীবনবাণী বেতারের শ্রোতা সম্মেলনে আমার সাথে এসেছিলেন তিনি। আর এবারের অন্যতম নতুনত্ব হলো, এবার অনেক নবীন যোগদিচ্ছে এই আয়োজনে। আমরা ২৭ তারিখে (অবশ্যই ফেব্রুয়ারী) বিকেলে পৌচ্ছেছি। আমাদের মত অগ্রবর্তী দলে আরো অনেকই আছেন। বিকেলে পরিকল্পনা করা হলো ঘুরতে...
from ever green Bangladesh