এক অঞ্চল, এক পথ – রেশমপথ সম্পর্কে জানেন কি?’
এক অঞ্চল, এক পথ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম চলতি বছরের ১৪ ও ১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধুদের এক অঞ্চল, এক পথ – উদ্যোগের প্রেক্ষাপট, সাম্প্রতিক বছরগুলোতে এক অঞ্চল, এক পথ কর্মসূচীর সফলতা, সহযোগিতার কেন্দ্র এবং আন্তর্জাতিক প্রভাব ভালোভাবে জানাতে চীন আন্তর্জাতিক বেতার এ বছরের ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ‘রেশমপথ সম্পর্কে জানেন কি?’ শীর্ষক জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করেছে।
সিআরআই অনলাইন, China.com ও সিআরআই বাংলা’র ফেসবুকে এ প্রতিযোগিতার প্রশ্নমালা দেওয়া হয়েছে।
প্রশ্নমালা:
১। ‘এক অঞ্চল, এক পথ’ নিচের কোন দু’টি বিষয়ের সংক্ষিপ্ত নাম?
ক. রেশমপথ অর্থনৈতিক অঞ্চল
খ. একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ
গ. নতুন রেশমপথ
ক. রেশমপথ অর্থনৈতিক অঞ্চল
খ. একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ
গ. নতুন রেশমপথ
২। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ কীভাবে উত্থাপিত হয়েছে?
ক. ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তানের নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রথম ‘রেশমপথ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন।
খ. ২০১৩ সালের ৩ অক্টোবর প্রেসিডেন্ট সি চিন পিং ইন্দোনেশিয়ার পার্লামেন্টে এক গুরুত্বপূর্ণ ভাষণে স্পষ্টভাবে ‘একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ’ তৈরির প্রস্তাব দেন।
ক. ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তানের নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রথম ‘রেশমপথ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন।
খ. ২০১৩ সালের ৩ অক্টোবর প্রেসিডেন্ট সি চিন পিং ইন্দোনেশিয়ার পার্লামেন্টে এক গুরুত্বপূর্ণ ভাষণে স্পষ্টভাবে ‘একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ’ তৈরির প্রস্তাব দেন।
৩। ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতার প্রধান প্রধান বিষয়গুলো কী কী?
ক. নীতিগত যোগাযোগ
খ. অবকাঠামো
গ. অবাধ বাণিজ্যিক বিনিময়
ঘ. আর্থিক মধ্যস্থতা
ঙ. জনগণের মানসিক সংযুক্তি
ক. নীতিগত যোগাযোগ
খ. অবকাঠামো
গ. অবাধ বাণিজ্যিক বিনিময়
ঘ. আর্থিক মধ্যস্থতা
ঙ. জনগণের মানসিক সংযুক্তি
৪। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের মৌলিক নীতি কী কী?
1. যৌথ আলাপ-আলোচনা
2. যৌথ নির্মাণ
3. যৌথ উপভোগ
1. যৌথ আলাপ-আলোচনা
2. যৌথ নির্মাণ
3. যৌথ উপভোগ
৫। এখন ‘এক অঞ্চল, এক পথ’সংশ্লিষ্ট আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরের অংশীদার কে কে?
ক. চীন-মঙ্গোলিয়া-রাশিয়া
খ. নিউ ইউরেশিয়া কন্টিনেন্টাল ব্রিজ
গ. চীন-মধ্য এশিয়া-পশ্চিম এশিয়া
ঘ. চীন-মধ্য দক্ষিণ উপদ্বীপ
ঙ. চীন-পাকিস্তান
চ. বাংলাদেশ চীন ভারত ও মিয়ানমার
ক. চীন-মঙ্গোলিয়া-রাশিয়া
খ. নিউ ইউরেশিয়া কন্টিনেন্টাল ব্রিজ
গ. চীন-মধ্য এশিয়া-পশ্চিম এশিয়া
ঘ. চীন-মধ্য দক্ষিণ উপদ্বীপ
ঙ. চীন-পাকিস্তান
চ. বাংলাদেশ চীন ভারত ও মিয়ানমার
উত্তর পাঠানোর নিয়মাবলীঃ
– কোনো কোনো প্রশ্নের একাধিক উত্তর গ্রহণযোগ্য।
– ১-ক, ২-খ, ৩-গ..এভাবে উত্তর দিতে পারেন।
– ইমেইল ben@cri.com.cn-এ প্রশ্নের উত্তর পাঠিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
– প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ‘এক অঞ্চল, এক পথ’ সম্পর্কে আপনার চিন্তাভাবনা, আপনার তোলা ছবি বা ভিডিও পাঠাতে পারেন।
– অংশগ্রহণকারীদের পাঠানো লেখা, ছবি ও ভিডিও থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
– সুন্দর ছবি ও ভিডিও এবং চমত্কার লেখাগুলো আমাদের ওয়েবসাইটে বা ফেসবুকে প্রকাশিত হবে।
– বিজয়ীদের নাম ঘোষিত হবে এবং তাদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
– ১-ক, ২-খ, ৩-গ..এভাবে উত্তর দিতে পারেন।
– ইমেইল ben@cri.com.cn-এ প্রশ্নের উত্তর পাঠিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
– প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ‘এক অঞ্চল, এক পথ’ সম্পর্কে আপনার চিন্তাভাবনা, আপনার তোলা ছবি বা ভিডিও পাঠাতে পারেন।
– অংশগ্রহণকারীদের পাঠানো লেখা, ছবি ও ভিডিও থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
– সুন্দর ছবি ও ভিডিও এবং চমত্কার লেখাগুলো আমাদের ওয়েবসাইটে বা ফেসবুকে প্রকাশিত হবে।
– বিজয়ীদের নাম ঘোষিত হবে এবং তাদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
Comments