Skip to main content

Radio La Voz de Tabaco Cuba ও বিশ্ব তামাক মুক্ত দিবস

মে ৩১, ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত World No Tobacco Day বা বিশ্ব তামাক মুক্ত দিবস। আজকে এই দিবস নিয়ে কিছু লেখার পাশাপাশি তুলে ধরবো ১৯৩৮ সালে দূর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া বেতার La Voz de Tabaco এর কথা।
No Tobacco Day 2017
Poster World No Tobacco Day 2017 - WHO
১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ৩১ মে-কে বিশ্ব তামাক মুক্ত দিবস বা World No Tobacco Day ঘোষনা করে।
প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্যের কারনে ৬০ লাখ মানুষের মৃত্যু ও আরও ৬ লাখ পরোক্ষভাবে আক্রান্ত হয়।
বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এ দিবসটা পালিত হয়ে আসছে।
২০১৭ সালের বিশ্ব তামাক মুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো  "Tobacco – a threat to development."।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের জন্য নিচের উল্লেখ করা লক্ষ্য নির্ধারণ করেছে-
Goals of the World No Tobacco Day 2017 campaign
  • Highlight the links between the use of tobacco products, tobacco control and sustainable development.
  • Encourage countries to include tobacco control in their national responses to 2030 Sustainable Development Agenda.
  • Support Member States and civil society to combat tobacco industry interference in political processes. And in turn leading to stronger national tobacco control action.
  • Encourage broader public and partner participation in national, regional and global efforts to develop and implement development strategies and plans. And achieve goals that prioritize action on tobacco control.
  • Demonstrate how individuals can contribute to making a sustainable, tobacco-free world, either by committing to never taking up tobacco products, or by quitting the habit.

La Voz de Tabaco বা তামাকের কন্ঠস্বর

আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। আজকে তাই স্মরণ করছি কিউবার ১৯৩০এর সবচেয়ে বেশী শোনা যেত এমন একটি বেতারকে। La Voz de Tabaco বা তামাকের কন্ঠস্বর কিউবা থেকে প্রচিারিত হতো শর্ট ওয়েভ ও মিডিয়াম ওয়েভে।
La Voz de Tabaco QSL
[La Voz de Tabaco QSL of Bill Pugh source: Blandx.com]
 শ্রোতাপ্রিয় এ বেতার পরিচালনা করতো পূর্ব কিউবার তামাক উৎপাদক ফেডারেশন (Federation of Tobacco Growers of Eastern Cuba)।
১৯৩৫ থেকে ১৯৩৯-  La Voz de Tabaco শ্রোতাদের Miss Cuban Cigars ছবি সম্বলিত QSL পাঠাতো। যার বিশেষত্ব ছিল প্রতি বছর একটি নতুন কার্ড  এবং এটা ছাপানো হতো অতি উচ্চমানের তামাক পাতায়।
১৯৩৯ সালে ফেডারেশনের এক প্রাথমিক সদস্য ভাবলেন, তামাক শুকানোর জন্য বেতার সম্প্রচার ভবনের থেকে আদর্শ জায়গা আর হতে পারেনা। এটা যেমন প্রসস্ত তেমনই উষ্ণ। তিনি ট্রান্সমিটারের কাছে তামাক পাতার স্তপ তৈরী করে ফেললেন। ফলাফল- ভয়ববহ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে যায় এ বেতার কেন্দ্র- যা আর কোনদিন চালু করা সম্ভব হয়নি।
।। মূলকথাঃ তামাক শুধু মানুষ না বেতার কেন্দ্র ধ্বংসের ও কারন  ।।

Comments

Popular posts from this blog

Radio Japan NHK Bangla May Quiz 2017

Radio Japan NHK Bangla May Quiz 2017 এর ঘোষণা দিয়েছে  কথা ও সুর । ৩০ এপ্রিল প্রচারিত রেডিও জাপানের চিঠিপত্র, গান, অনুষ্ঠান সম্পর্কিত ঘোষনা ও কুইজের অনুষ্ঠান কথা ও সুর-এ দুইটি প্রশ্নের এ কুইজ ঘোষনা করা হয়। মে মাসের জন্য নিবার্চিত প্রশ্ন দুটো নেওয়া হয়েছে ২১ এপ্রিল ২০১৭ প্রচারিত বিস্ময়কর জাপানের স্বাগতম ও ২৬ এপ্রিল ২০১৭ প্রচারিত মুখোমুখি অনুষ্ঠান থেকে। NHK Bangla May Quiz 2017 তে প্রধান্য পেয়েছে সুমিদা নদীর তীরবর্তী পযর্টনস্থল ও জাপানী খেলা শোগি। সুমিদা পূর্ব টোকিও’র মধ্য দিয়ে ২৭ কিলোমিটার ব্যাপী বয়ে চলা নদী। এটি পূর্বে the path of the Ara-kawa নামে পরিচিত ছিল। সুমিদা নদীর প্রধান বৈশিষ্ট্য হলো গড়ে প্রতি কিলোমিটার অন্তর একটি করে ব্রীজ। নদীটি এতও প্রসিদ্ধ যে, ১৮২০ সালে Issa রচিত জাপানী হাইকু তে সুমিদা নদীর উল্লেখ পাওয়া যায়। হাইকুটি- spring peace– a mouse licking up Sumida River সুমিদা নদীর দুই তীরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে প্রায় ১ হাজার চেরি ফুল গাছ। মার্চের শেষ থেকে এপ্রিলের গোড়া পর্যন্ত চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে। শোগি বা  Gener...

'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশ - চীন রাজনৈতিক ,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে ' চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।   চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক জ্ঞান - যাচাই - প্রতিযোগিতার প্রশ্নমালা ১ . চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত ?  ক . ১৫০                       খ . ২৭৯                         গ . ৩৫০ ২ . চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন ?  ক . চীনা                        খ . ইংরেজি   ...

Radio Thailand B15

Radio Thailand World Service B15 Schedule English                                UTC                                 kHz                                             00.00-01.00                        13745                                             02.00-02.30   ...