Skip to main content

Radio Japan NHK Bangla May Quiz 2017

Radio Japan NHK Bangla May Quiz 2017 এর ঘোষণা দিয়েছে কথা ও সুর। ৩০ এপ্রিল প্রচারিত রেডিও জাপানের চিঠিপত্র, গান, অনুষ্ঠান সম্পর্কিত ঘোষনা ও কুইজের অনুষ্ঠান কথা ও সুর-এ দুইটি প্রশ্নের এ কুইজ ঘোষনা করা হয়। মে মাসের জন্য নিবার্চিত প্রশ্ন দুটো নেওয়া হয়েছে ২১ এপ্রিল ২০১৭ প্রচারিত বিস্ময়কর জাপানের স্বাগতম ও ২৬ এপ্রিল ২০১৭ প্রচারিত মুখোমুখি অনুষ্ঠান থেকে।
NHK Bangla May Quiz 2017 তে প্রধান্য পেয়েছে সুমিদা নদীর তীরবর্তী পযর্টনস্থল ও জাপানী খেলা শোগি। সুমিদা পূর্ব টোকিও’র মধ্য দিয়ে ২৭ কিলোমিটার ব্যাপী বয়ে চলা নদী। এটি পূর্বে the path of the Ara-kawa নামে পরিচিত ছিল। সুমিদা নদীর প্রধান বৈশিষ্ট্য হলো গড়ে প্রতি কিলোমিটার অন্তর একটি করে ব্রীজ। নদীটি এতও প্রসিদ্ধ যে, ১৮২০ সালে Issa রচিত জাপানী হাইকু তে সুমিদা নদীর উল্লেখ পাওয়া যায়।
হাইকুটি-
spring peace–
a mouse licking up
Sumida River
সুমিদা নদীর দুই তীরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে প্রায় ১ হাজার চেরি ফুল গাছ। মার্চের শেষ থেকে এপ্রিলের গোড়া পর্যন্ত চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে।
শোগি বা Generals’ Game একটি জাপানি খেলা, যা দুইজন খেলোয়ার খেলে থাকে। এটি একটি বোর্ডধর্মী খেলা যা কিনা ভারতীয় চতুরঙ্গ খেলার পরবর্তী প্রজন্মের খেলা। এটি ‘চতুর’ যার অর্থ বুদ্ধিমত্তাধারী / বুদ্ধিমান শব্দ থেকে এসেছে বলে ধারণা করা হয়। ৬ষ্ঠ শতকের কাছাকাছি সময়ে গুপ্ত শাসনামলে ভারতে এ খেলার উৎভব ঘটে। পরবর্তীতে স্পতম শতকের পারসিয়ান সসনিয়ন শাসনামলে এটি শতরঞ্জী খেলা হিসাবে রুপান্তরিত হয়। এই শতরঞ্জী খেলাই মধ্যযুগে ইউরোপে দাবা নামে পরিচিতি লাভ করে। চতুরঙ্গ খেলার সঠিক নিয়ম-কানুন সম্পর্কে কিছু জানা যায় না; তবে গবেষকগণ অনুমান করেন যে এটি মূলত: শতরঞ্জীর মতো একই ধরণের নিয়মানুসারে খেলা হতো।
চতুরঙ্গ থেকে উৎপন্ন হলেও আজকের নিয়মে শোগি ১৬ শতকের শুরুর দিকে আরাম্ভ হয়।
শোগিতে প্রত্যেক খেলোয়ার ৯ ধরণের মোট ২০ টি গুঠি ব্যবহার করেন।
রেডিও জাপান এনএইচকে বাংলা ২৬ এপ্রিল ২০১৭ মুখোমুখি অনুষ্ঠানে শোগি খেলা নিয়ে বিষদ আলোচনা হয়।

NHK Bangla May Quiz 2017 প্রশ্নঃ

১) টোকিওর সুমিদা নদীর তীরবর্তী পযর্টনস্থল কোন ফুল গাছ পরিবেষ্টিত?
ক) চেরি               খ) টিউলিপ           গ) কৃষ্ণচূড়া
২) শোগি খেলাকে জাপানি ধাঁচের কোন খেলা বলা হয়ে থাকে?
ক) লুডু                 খ) দাবা                গ) কেরাম
উত্তর পাঠাতে হবে ৩১ মে ২০১৭ এর মধ্যে বাংলাদেশ, ভারত বা জাপানের ঠিকানায়।
More Quiz on Eqbal.info 

Radio Japan NHK World Summer 2017 Schedule

গত ১লা এপ্রিল ২০১৭ চালু হলো Radio Japan NHK World Summer 2017 সম্প্রচার সময়ের। সারা বিশের বেতার প্রেমীদের জন্য রেডিও জাপান ১৮টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। প্রতিদিন  এ অনষ্ঠান শোনা যায়, ইন্টারনেট, স্যাটেলাইট,  মোবাইল এপ, এফএম, মিডিয়াম  ওয়েব ও শর্টওয়েভ প্রচার তরঙ্গে।
Radio Japan NHK World এর ইতিহাস বেশ পুরোনো। ১৯২৪ সালের ২৯ নভেম্বর রেডিও জাপানের অগ্রজ হিসেবে Tokyo Broadcasting Station এর জন্ম। Tokyo Broadcasting Station ১৯২৫ সালে প্রথম অনুষ্ঠান সম্প্রচার আরাম্ভ করে। ৬ আগস্ট ১৯২৬ টোকিও, ওসাকা ও নাগওয়া এর একত্রিকরণের মাধ্যমে জন্ম নেয় NHK বা Nippon Hōsō Kyōkai । 
১৯৩০ সালে NHK শর্টওয়েভে শুরু করে প্রথম পরীক্ষামূলক সম্প্রচার। জাপানী ও ইংরেজী ভাষার শর্টওয়েভ সম্প্রচারের মাধ্যমে ১৯৩৫ সালে আত্মপ্রকাশ করে রেডিও জাপান। ১৯৪১ সালে জাপানের বর্হিদেশীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে রেডিও টোকিও নাম ধারণ করে। অবশ্য ১৯৩০ সালের শেষ থেকে রেডিও জাপান, রেডিও টোকিও নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। জাপান থেকে এফএর যাত্রা শুরু হয় ১৯৩৭ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় ও আমেরিকার দখলদারিত্বের কারনে সেপ্টেম্বর ১৯৪৫ থেকে ১৯৫২ পর্যন্ত নিরব থাকে টোকিও রোজের কন্ঠ প্রচার করা বেতার NHK। ১৯৫০ সালে জাপানে নতুন সম্প্রচার আইন নতুন ভাবে NHK-এর  যাত্রা নিশ্চিত করে। নভেম্বর ১৯৫০ আবারও ঈথারে আত্মপ্রকাশ করে Radio Japan NHK।
Radio Japan NHK World Summer 2017 (A17)
Bangla Program:
Short Wave: UTC 1300 – 1345 on 11685 kHz
FM: UTC 1500 – 1545 (Via Bangladesh Betar)
Dhaka : 104.0 MHz
Chittagong, Khulna and Rajshahi : 88.8 MHz
Comilla : 101.2 MHz
Rangpur : 105.6 MHz and
Sylhet : 105.2 MHz.
Hindi Program:
Short Wave: UTC 0100- 0120 on 9820 kHz;
UTC 1430 – 1500 on 15745 kHz;
UTC 1530 – 1600 on 9600 kHz;
FM : UTC  0000 – 0030 (Via Big FM India)
New Delhi, Mumbai, Kolkata, Bangalore and Hyderabad on 92.7 MHz.
Urdu Program:
Short Wave: UTC 1515 – 1600 on 11775 kHz
MW: UTC 1700 – 1745 on  927 kHz;

More A17 on Eqbal_Dot_Info  

Comments

Popular posts from this blog

Swadhin Bangla Betar Kendra

Radio's glorious role in the Liberation War began with the call of independence from Radio Pakistan, Chittagong. After the formation of Mujibnagar government on 17 April 1971, Swadhin Bangla Betar Kendra (Radio Centre of Independent Bangladesh) started broadcasting from 25 May 1971, the birth date of poet kazi nazrul islam. It ceased broadcasting from 19 December 1971, when the Bangladesh government-in-exile moved to Dhaka from where it started broadcasting through transmitters of former Radio Pakistan. The Swadhin Bangla Betar Kendra (Begening it was Swadhin Bangla Biplobi Betar Kendro as a Clandestine Radio ) from where today's Bangladesh Betar born, in fact, evolved from the Kalurghat in Chittagong transmission centre from where the declaration of independence was made by Ziaur Rahman under the learship of Shaikh Mujibur Rahman. The Kalurghat radio centre was abandoned when it was heavily shelled by the Pakistan Air Force on March 30. The centre, however, resumed its second...

'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশ - চীন রাজনৈতিক ,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে ' চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।   চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক জ্ঞান - যাচাই - প্রতিযোগিতার প্রশ্নমালা ১ . চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত ?  ক . ১৫০                       খ . ২৭৯                         গ . ৩৫০ ২ . চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন ?  ক . চীনা                        খ . ইংরেজি   ...

CRI Bangla QUIZ- ‘এক অঞ্চল, এক পথ’

এক অঞ্চল, এক পথ – রেশমপথ সম্পর্কে জানেন কি?’ এক অঞ্চল, এক পথ   আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম চলতি বছরের ১৪ ও ১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধুদের এক অঞ্চল, এক পথ – উদ্যোগের প্রেক্ষাপট, সাম্প্রতিক বছরগুলোতে এক অঞ্চল, এক পথ কর্মসূচীর সফলতা, সহযোগিতার কেন্দ্র এবং আন্তর্জাতিক প্রভাব ভালোভাবে জানাতে চীন আন্তর্জাতিক বেতার এ বছরের ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ‘ রেশমপথ সম্পর্কে জানেন কি? ’ শীর্ষক জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করেছে। সিআরআই অনলাইন, China.com ও সিআরআই বাংলা’র ফেসবুকে এ প্রতিযোগিতার প্রশ্নমালা দেওয়া হয়েছে। প্রশ্নমালা: ১। ‘এক অঞ্চল, এক পথ’ নিচের কোন দু’টি বিষয়ের সংক্ষিপ্ত নাম? ক. রেশমপথ অর্থনৈতিক অঞ্চল খ. একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ গ. নতুন রেশমপথ ২। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ কীভাবে উত্থাপিত হয়েছে? ক. ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তানের নাজারবায়েভ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় প্রথম ‘রেশমপথ অর্থনৈতিক অঞ্চল’ নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন। খ. ২০১৩ সালের ৩ অক্টোবর প্রেসিডেন্ট সি চিন পিং ইন্দোনেশিয়ার পার্লামে...