Skip to main content

সান্ধ্য চা''য়ে বেতার আড্ডা

 Welcome to our DX world
Visit us to know more about DX-ing

- এই টোকন ভাই!!
১৫.০৯.২০১৫ সন্ধ্যা ৭টা : মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে ডাক শুনে চমকে উঠলাম। এখানে আমাকে সবাই ইকবাল বলে ডাকে, টোকন ভাই বলে কে !
ফিরে তাকাতেই  দেখি ইকবাল (দিদারুল)
-আরে কেমন আছো? এখানে ...
-অফিস থেকে ফিরছি। আপনার অফিস ও এখানে নাহ!
এরপর কিছুক্ষন কুশলাদী বিনিময় আর তারপর শুরু বেতার জগতের নানান বিষয় নিয়ে বহুমাত্রিক আলাপচারিতা।
হাটতে হাটতে শ্যামলী। রেস্টোরেন্টে বসে শুনলাম ইকবালের বেতার রাজ্য নিয়ে নানা পরিকল্পনার কথা। কি করছে, কি করতে চায়, কিভাবে করলে ভাল হবে.. ইত্যাদি নানান বিষয়ে তার ভাবনা গুলো আমাকে প্রায় ২০ বছর পেছনে নিয়ে গেল।
শখের রাজা ডি-এক্সিং - এর জন্য আমরাও কতকিই না করেছি। সাইকেল চালিয়ে রবিবার সন্ধ্যায় আমরা চলে যেতাম, ভদ্রা না হয় নওহাটা রোডে, Radio France International এর David Page উপস্থাপিত Club 9516 এর কুইজ শুনতে আর জানতে এই সপ্তাহে আমাদের কে কয়টা প্রাইজ পেলাম। এই আমরা হলাম, আমি, আজিজুল আলাম আল-আমিন, একেএম নূরুজ্জামান সেনটু,  আর সব সময়ের এসএমজে হাবিব ওরফে জাকির ভাই।কিছুদিন পরে আমাদের সঙ্গি হয় ফেরদৌস করিম তাপস। শিক্ষা বোর্ডের ইসমাইল ভাই আমাদের পরিবারে পরে যোগদেন।
শুধু কি রবিবার! না সপ্তাহের প্রতিদিন নিয়ম করে বিকেলে হতো শহরে নানা প্রান্তে ডি-এক্স ভ্রমণ। সান্ধ্য চা'য়ের আড্ডায় বেতার রাজ্যের নানা তথের ঝড় তুলে ফিরতাম বাসায়। রাত জুড়ে চলতো শর্ট ওয়েভ ডায়ালে নিরবিচ্ছিন্ন পরিভ্রমণ।
সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে শর্ট ওয়েভ, জগৎ থেকে সরে গেছে সুনাম।ইসমাইল ভাই ও নেই বল্লেই চলে। আমিও আছি না থাকার দলে। তাপস অনেক আগেই গুডবাই ডি-এক্সিঙ বলেছে। একখনো টিকে আছে সেনটু। তবে অবয়ব পাল্টে বাংলাদেশ বেতারে বাড়িয়েছে আনাগোনা। আর জাকির ঠিক আগের মতই।
চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললাম, এলো মেলে হয়ে যাওয়া সকলকে আবার এক জায়গায় আনা যায়না? ইকবাল সম্মতি দেয়। আফশোষ করে বর্তমান শ্রোতাদের নানা রকম নেতিবাচকতার জন্য।
সেই সাথে জানায় ডি-এক্স প্রদর্শণী ও সকলকে নিয়ে তার সামনের পরিকল্পনা। আমি তাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিই।
মাজার রেডে ইকবালকে বিদায় দেওয়ার পর ভাবি, জীবনের প্রায় সবটুকু ডি-এক্সিং এর জন্য শেষ করেছি। এখন এই ক্রান্তি লগ্নে আমি কী করতে পারি!
ভাবনার শেষ হতে না হতেই আমিন বাজার পৌচ্ছে যাই। ইতি ঘটে কল্পনার।

আশিক
আমিনবাজার
১৫.০৯.১৫  

Comments

Popular posts from this blog

Radio Japan NHK Bangla May Quiz 2017

Radio Japan NHK Bangla May Quiz 2017 এর ঘোষণা দিয়েছে  কথা ও সুর । ৩০ এপ্রিল প্রচারিত রেডিও জাপানের চিঠিপত্র, গান, অনুষ্ঠান সম্পর্কিত ঘোষনা ও কুইজের অনুষ্ঠান কথা ও সুর-এ দুইটি প্রশ্নের এ কুইজ ঘোষনা করা হয়। মে মাসের জন্য নিবার্চিত প্রশ্ন দুটো নেওয়া হয়েছে ২১ এপ্রিল ২০১৭ প্রচারিত বিস্ময়কর জাপানের স্বাগতম ও ২৬ এপ্রিল ২০১৭ প্রচারিত মুখোমুখি অনুষ্ঠান থেকে। NHK Bangla May Quiz 2017 তে প্রধান্য পেয়েছে সুমিদা নদীর তীরবর্তী পযর্টনস্থল ও জাপানী খেলা শোগি। সুমিদা পূর্ব টোকিও’র মধ্য দিয়ে ২৭ কিলোমিটার ব্যাপী বয়ে চলা নদী। এটি পূর্বে the path of the Ara-kawa নামে পরিচিত ছিল। সুমিদা নদীর প্রধান বৈশিষ্ট্য হলো গড়ে প্রতি কিলোমিটার অন্তর একটি করে ব্রীজ। নদীটি এতও প্রসিদ্ধ যে, ১৮২০ সালে Issa রচিত জাপানী হাইকু তে সুমিদা নদীর উল্লেখ পাওয়া যায়। হাইকুটি- spring peace– a mouse licking up Sumida River সুমিদা নদীর দুই তীরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে প্রায় ১ হাজার চেরি ফুল গাছ। মার্চের শেষ থেকে এপ্রিলের গোড়া পর্যন্ত চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে। শোগি বা  Gener...

'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশ - চীন রাজনৈতিক ,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে ' চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।   চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক জ্ঞান - যাচাই - প্রতিযোগিতার প্রশ্নমালা ১ . চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত ?  ক . ১৫০                       খ . ২৭৯                         গ . ৩৫০ ২ . চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন ?  ক . চীনা                        খ . ইংরেজি   ...

Radio Thailand B15

Radio Thailand World Service B15 Schedule English                                UTC                                 kHz                                             00.00-01.00                        13745                                             02.00-02.30   ...